১৪ আগস্ট, ২০২৪
- Subhadeep Ghoshal

- Aug 20, 2024
- 1 min read
Updated: Feb 1

একুশে মঞ্চে কত ভিড় যায় দেখা
শহীদ স্মরণে জনগর্জন প্রিয়,
সেমিনার হলে স্টেজের ওপরে একা
পড়ে থাকে কার ক্ষত বিক্ষত দেহ।
শাসকেরা তবে এমনই দরদী হয়
সাতদিনে সব করে ফেলে সমাধান,
তবু যদি কিছু সন্দেহ থেকে যায়
এনকাউন্টারে অনুপ্রেরণা পান।
তুমি যদি হও শাসকের প্রিয় তবে
তোমার জন্যে উপহার আছে, নিও
জনগর্জনে অধিকার এলে ভোটে
আর্তনাদের শব্দকে ঢেকে দিও।
তবুও শব্দ হয়ে ওঠে কোলাহল
অনেক দিনের ক্ষোভের বারুদ জমে
ফেটে গেছে আজ, আমিও হাঁটবো চল্
এদেশের বুকে আঠারো আসুক নেমে।
১৪ আগস্ট, ২০২৫
Picture Credit: Jygle, CC BY-SA 4.0, via Wikimedia Commons






Comments