top of page

অচল পয়সা

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Feb 1
  • 1 min read

আবাদ করিনি আমি

কৃষিকাজ মন

জানে না তো, জানতে তা

তোমরা কজন।


নদীপথে এসেছিলে

তরীখানি বেয়ে,

আমিও সময় স্রোতে

ভাবিনি তলিয়ে।


খিদ্‌মদ্‌গারি করে

গোলাখানি ছিল ভরে,

আশা ছিল আরামেতে

কাটাবো জীবন,

আজ দেখি খুলে চাবি

অচল পয়সা সবই,

অরূপরতন কবে গিয়েছে চুরি।


সি সি ক্যামেরার ছবি,

সেও দেখি ফাঁকা, ভাবি

তবে কি আমারই ভুলে

শূন্য করি -

"যাহা ছিল নিয়ে গেল সোনার তরী"

ree

ফেব্রুয়ারি, ২০২৫

বিধিসম্মত স্বীকারোক্তি

সাধক রামপ্রসাদের "মন রে কৃষিকাজ জানো না" শ্যামাসঙ্গীত আর রবীন্দ্রনাথের "সোনার তরী" কবিতার প্রতক্ষ্য প্রভাবের পাশাপাশি রবীন্দ্রভক্ত সঙ্গীতশিল্পী জাস্থের অধুনা জনপ্রিয় হয়ে ওঠা "কাল রাত আয়া মেরে ঘর এক চোর" গানটি অনেকটাই এই কবিতাটির প্রেরণা হিসবে কাজ করেছে। গানটির ইউটিউব ভিডিওটি এবং সংবাদ মাধ্যমে প্রকাশিত জাস্থের একটি সংক্ষিপ্ত পরিচয়ের লিঙ্ক নীচে দেওয়া রইল। তবে গানটির শেষে জাগতিক সব কিছু চোরের হাতে তুলে দিয়ে জাস্থ "আজাদ" হওয়ার স্বপ্ন দেখেছেন। আমি ছাপোষা কিম্ভূত। অরূপরতন হারিয়ে একলা মাথা নিচু করে বসে থাকা ছাড়া আর কিই বা করতে পারি?


Comments


Anchor 1
bottom of page