top of page

স্নান

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Jul 31, 1991
  • 1 min read

ree

ঘুম ভেঙে দেখি,

বৃষ্টি হয়ে গেছে সারারাত।


ঘুম ভেঙ্গে দেখি,

সারা গায়ে জল কনা মেখে নিয়ে,

পাতাবাহার গাছেদের ছুঁয়ে,

সকালের রোদ

নরম এ পৃথিবীর বুক চুম্বন করে।

এখন তো কোথাও কোন ধুলো নেই,

আমার জন্য জমা জলে

তৈরি হয়ে আছে অসংখ্য আয়না।

আমি জানতেই পারিনি,

কখন আমার ঘুমের অবকাশে

পৃথিবী তার চিরন্তন স্নান সেরে নিয়েছে।


আমার ঘুম ভাঙ্গেনি

মাটি ও পাতার জলতরঙ্গে,

ঘুম ভাঙ্গেনি,

বাদল রাতের পাগলা হাওয়ার রঙ্গে।

সকালবেলার পিছল পথ,

ভেজা দেওয়াল,

গাছগাছালি আর পৃথিবীর শরীর ব্যাপী

অসংখ্য জলকনা,

আমায় জানিয়ে দিল -

কাল,

সারারাত বৃষ্টি হয়ে গেছে,

বৃষ্টি হয়ে গেছে সারারাত।

জুলাই, ১৯৯১


Image Credit : “The morning after rain” by Srini G is licensed under CC BY-SA 2.0

Comments


Anchor 1
bottom of page