top of page

শুভ জন্মদিন, ২০২২

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Feb 10, 2022
  • 3 min read

Updated: May 3, 2022


ree

শুভ জন্মদিন ওরে শুভ জন্মদিন

সাতশ কোটির তিনশ এবং

পঁয়ষট্টি দিন,

শুভ জন্মদিন ওগো শুভ জন্মদিন।

পাঠকের প্রশ্ন

বাংলা সাহিত্যের একনিষ্ঠ পাঠক পাঠিকারা অবশ্যই বুঝতে পারছেন উপরের কবিতাটি মহান কবি পুরন্দর ভাটের অনুপম কাব্যকৃতির অনুপ্রেরণায় রচিত। ইদানিং অনুপ্রেরণা শব্দটির সঙ্গে প্রতিটি সচেতন বাঙালির রাতদিন শোওয়া-বসা আর কবি পুরন্দর ভাট সম্বন্ধেও আশা করি নতুন করে আপনাদের কিছু জানানোর নেই। বাকি থাকল কবিতাটি। গুরুত্বপূর্ণ প্রশ্ন হলো, পুরন্দর ভাটের অক্ষম অনুকরণে রচিত এই চার লাইনের কবিতায়, কবি কি বোঝাতে চেয়েছেন?


কবির কৈফিয়ৎ

worldometer.info এই ওয়েবসাইটটির তথ্য অনুযায়ী এই মুহূর্তে পৃথিবীর জনসংখ্যা আটশ কোটি ছুঁইছুঁই। আর কিছুদিন আগেই প্রকাশিত World Inequality Report এর বিশ্লেষণ অনুযায়ী, এই আটশ কোটির মধ্যে শতকরা দশ ভাগ অত্যন্ত ধনী মানুষ। আবার ঐ একই সংখ্যক অর্থাৎ শতকরা দশ ভাগ মানুষ বাস করেন দারিদ্র্যসীমার নিচে। তাঁরা দৈনিক এক দশমিক নয় ডলার বা দেড়শ টাকার কম আয়ে জীবন যাপন করেন। বাদবাকি আশি শতাংশের মধ্যে একটি বড় অংশ চাকরি করে, মাইনের টাকায় কোনোক্রমে সংসার চালিয়ে দেন। তবে মাসের শেষে এঁদের হাতে উদ্বৃত্ত কিছু থাকে না, চাকরি চলে গেলেই দারিদ্র্যসীমার নিচে চলে যাওয়ার সম্ভাবনা থেকে যায়। সিসেরো, কার্ল মার্কস বা অধুনা নোয়াম চমস্কির মতে এঁরা wage slave বা বেতনভুক ক্রীতদাস।


আমার পঁচিশ বছরের চাকরি জীবনের সূত্রে কিঞ্চিত অর্থ সঞ্চয় হয়েছে। বলতে নেই, মাস গেলে হাতে কিছু থাকে, অর্থাৎ আয়ের পরিমান ব্যয়ের থেকে সামান্য হলেও বেশি। সুতরাং, বেতনভুক ক্রীতদাস হয়তো আমি নই। আমি সম্ভবত সেই প্রজাতির একজন, যাদের সম্বন্ধে বিশদ জানা যায় কবি পুরন্দর ভাটের “আজ্ঞাবহ দাস” কবিতাটিতে। সম্পূর্ণ কবিতাটি এখানে তুলে ধরার করার সাহস হচ্ছে না, কারণ অনেক গুরুজন ও সন্তান প্রতিম অনুজেরা কখনো সখনো আমার লেখা পড়েন। তাই অত্যন্ত প্রাসঙ্গিক এবং তুলনামূলক নিরীহ কয়েকটি লাইন আপনাদের সামনে তুলে ধরলাম


আজ্ঞাবহ দাস রে ওরে আজ্ঞাবহ দাস

সারা জীবন বাঁধলি আঁটি

ছিঁড়লি বালের ঘাস

আজ্ঞাবহ দাস মহাশয়, আজ্ঞাবহ দাস ……..


কবি পুরন্দর প্রয়াত হয়েছেন বেশ কিছুদিন হল। তাছাড়া এই ক্ষেত্রে কবিতায় ব্যবহৃত অপশব্দ বা খিস্তি গুলি আমার নিজের উদ্দেশ্যে নিবেদিত। সুতরাং এফআইআর বা ঐ জাতীয় কোনও ঝামেলায় জড়িয়ে পড়ার আশঙ্কা দেখছিনা। দৈবাৎ সংস্কৃতিমনা রুচিসম্মত কেউ যদি আমার এই লেখা পড়ার চেষ্টা করে থাকেন তাহলে এই অবধি এসে রণে ভঙ্গ দেবেন এই ভরসা রাখি। সুতরাং, নির্ভয়ে মূল প্রসঙ্গে ফিরি।


কাল ১৩ ফেব্রুয়ারি ২০২২। গড়পড়তা দু’কোটির কিছু বেশি সংখ্যক মানুষের জন্মদিন। ঘটনাচক্রে আমিও তাদের মধ্যে একজন। জন্মদিনে কেক কাটা আবশ্যিক কর্তব্য। ভেবে দেখলাম এই দু কোটির জন্মদিন পালনকারীর  মধ্যে, দশ শতাংশ অত্যধিক ধনী মানুষের, জন্মদিনের কেকের একটা টুকরোর দামই হয়তো আমার একদিনের মাইনের থেকে বেশি। প্রসঙ্গত উল্লেখ্য, আমার জন্মদিনের কেকটির দাম হবে ছশো টাকার কাছাকাছি। যা আবার দারিদ্র্যসীমার নিচে থাকা মানুষের দৈনিক রোজগারের চার গুণ বা তারও বেশি। শুনছি জন্মদিনের কেকের দামের এই বৈষম্য বেড়ে চলেছে আমার বয়সের থেকেও দ্রুত গতিতে। আমি সামান্য আজ্ঞাবহ দাস। আমার হাতে নাই ভুবনের ভার। আমার ইচ্ছা-অনিচ্ছাও এ ক্ষেত্রে মূল্যহীন। তবু জন্মদিনে কেক কাটার মতো, শুভেচ্ছা জানানোও দস্তুর। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায়। এসব আবার আমার ‌একদম মনে থাকে না, আর সোশ্যাল মিডিয়ায় উঁকিঝুঁকিও নেহাতই কালেভদ্রে। তাই ভাবলাম, এই সুযোগে আমার জন্মদিনের সাথীদের এবং এই ২০২২ এর‌ বাকি ৩৬৪ দিনে যাঁদের “উইশ করা” হয়নি এবং হবে না, সেইসব চেনা-অচেনা, বালক-বালিকা, কিশোর-কিশোরী, যুবক-যুবতী, বুড়ো-বুড়ি, বন্ধু-শত্রু সবাইকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়ে রাখি। তবে, এই পৃথিবীর ধনীতম দশ শতাংশকে শুভেচ্ছা জানানোর মতো ধৃষ্টতা শোভা পায় না, তাই অবশিষ্ট সাতশ কোটির উদ্দেশ্যে কবি পুরন্দর ভাটের অনুপ্রেরণায় আমার এই বিনীত নিবেদন


শুভ জন্মদিন ওরে শুভ জন্মদিন,

সাতশ কোটির তিনশ এবং

পঁয়ষট্টি দিন,

শুভ জন্মদিন ওগো শুভ জন্মদিন !



১২ ফেব্রুয়ারী, ২০২২

পরিশিষ্ট

পুরন্দর ভাট চরিত্রের স্রষ্টা কবি ও কথাসাহিত্যিক নবারুণ ভট্টাচার্য প্রয়াত হন ২০১৪ সালে। আজীবন বামপন্থী ও প্রতিষ্ঠান বিরোধী নবারুণ, বাম শাসনাধীন বঙ্গের তথাকথিত ভদ্রলোক সমাজের সাংস্কৃতিক, সামাজিক ও রাজনৈতিক দৈন্যের যে জাদুবাস্তব ভাষ্য রচনা করেছিলেন কাঙাল মালসাট, ফ্যাতারুর বোম্বাচাক ইত্যাদি গ্রন্থে , ফ্যাতারু পুরন্দর ভাটের কবিতাগুলি তারই অংশবিশেষ। “এই মৃত্যু উপত্যকা আমার দেশ না” কবিতার কবি নবারুণ থেকে “আজ্ঞাবহ দাস” এর কবি পুরন্দর ভাট – এই ভাষ্য বদল নিয়ে গুরুচণ্ডা৯ তে প্রকাশিত জয়তী বড়ালের কবি নবারুণ থেকে পুরন্দর ভাট – একটি যাত্রা, ভিন্ন মাত্রা লেখাটি এক্ষেত্রে উল্লেখ্য। বিভিন্ন গল্পে, উপন্যাসে ছড়িয়ে থাকা কবিতাগুলির একটি সম্পূর্ণ সংকলন পুরন্দর ভাটের কবিতা প্রকাশিত হয় ২০১৬ সালে।


সাহায্যসূত্র এবং ঋণস্বীকার

  1. Current World Population Woldometer (https://www.worldometers.info/)

  2. WORLD INEQUALITY REPORT 2022 – Word Inequality Database (https://wid.world/)

  3. Wage Slavery – Wikipedia

Image Credit:

Inequality in Mumbai, India – where over 60% of the city population lives in slums. – Johnny Miller, Unequal Scenes

Birthday Cake by Will Clayton is licensed under CC BY 2.0


Comments


Anchor 1
bottom of page