top of page

মন্ত্রগুপ্তি

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Aug 12, 2020
  • 1 min read

Updated: May 3, 2022


ree

ছিল রুমাল,

হয়ে গেল একটা বেড়াল -

এ তো হামেশাই হচ্ছে।

শত শত স্বর্ণমুদ্রার হাতছানি

ঘনঘন গোয়েন্দার হানা

মন্ত্রমুগ্ধ কাজির বিচার

বিলাসবহুল চক্রব্যূহে পাহারা,

আর গণতন্ত্রের বিহ্বল

চোখের সামনে দিয়ে

রুমালেরা সব,

মোটাসোটা গেরুয়া বেড়াল হয়ে

পেরিয়ে যাচ্ছে বাগানের বেড়া।


কিন্তু সে তো তুমি যদি হও হোমরা-চোমরা!

আমি ভাবছিলাম ছা পোষা মানুষ,

রুমাল হয়ে বেজায় ঝামেলা,

যদি সোজা বা বাঁকা রাস্তা একটা পাই,

বেড়াল হয়ে যাই এইবেলা।

বিশ্বাস করুন,

যেইনা ভাবা,

স্বপ্নে এলেন জাতির নতুন বাবা,

গেছো দাদাবাবু!

বললেন -


ওরে পাগলা,

বিড়াল হওয়া শক্ত কিছু নয়,

শুধু ঠিক কোপ বুঝে

ঝোপ বাছতে হয়।

যেমন ধর, কেউ ভাবলো

কোপ মারবে বিকাশের ঝোপে,

অমনি তুই বললি স্বচ্ছ ভারত!

যদি দেখিস সেখানে জঞ্জালের স্তুপ

আর সাফাই কর্মীর লাশ

তাহলে বলিস

মারো কোপ, মেক ইন ইন্ডিয়ায়!

সেটাও যদি হয়ে যায় ফাঁকা,

বলতে পারিস

করবো ভ্যানিশ, সকল কালো টাকা।

টাকা ভ্যানিশ করতে গিয়ে যদি নাজেহাল,

বলবি তখন

ইন্ডিয়া বানাও ডিজিটাল!

কেউ যদি ভুলেও তখন ভাবে

দুবেই কি সেই বিকাশ?

বলবি তখন, মূর্খ ওরে দেখ -

শুদ্ধ হল বেয়াড়া ইতিহাস।

পূজাবেদী প্রস্তুত,

আয়োজনে নেই কোনও খুঁত,

রামরাজ্য এসে গেছে তবে,

বিকাশ তো এমনিতেই হবে।

তাতেও যদি দেখিস গড়বড়,

এই দিলাম মহামন্ত্র -

আত্মনির্ভর,

জপ করিস একশ কোটি বার!

এতেও যদি কপাল না ফেরে -

যেতে পারিস যেথায় খুশি,

জ্বালাস নাকো মোরে!


এই বলে প্রসন্ন মনে

গেছোদাদাবাবু বসিলেন ধ্যানে,

বৃহত্তর জগতের কল্যাণে!


আমার জিভের দোষ

তৎসম শব্দে হোঁচট খাই,

বুঝিলাম আত্মনির্ভর বেড়াল

হওয়া হলো না আমার।

তাই বিষন্ন মনে,

হারানো রুমাল হয়ে

পড়ে থাকি বাগানের এক কোণে।

অগাস্ট, ২০২০


ঋণস্বীকার

হ য ব র ল, সুকুমার রায়


Image Credit – https://commons.wikimedia.org/wiki/File:Hajabarala1.gif

Comments


Anchor 1
bottom of page