মাহেন্দ্রক্ষণ
- Subhadeep Ghoshal

- Jan 21, 2024
- 1 min read
এক ছিল দাড়িওলা বুড়ো
বলেছিল আফিমেই ব্যথা
আরও এক বুড়ো দাড়িওলা
লিখেছিল বিজাতীয় কথা।
তারপর শতক পেরল
ভেবেছিনু বিপ্লব হবে
শেষমেশ জাগরণ হল
জানলাম দাড়িই বাঁচাবে।
জানলাম আফিমের সাথে
জাতীয়তা গুলে যদি খাবে,
জয়টীকা পরবে ললাটে
সাদা দাড়ি গৈরিক হবে।
তারপর মাহেন্দ্রক্ষণে
রাষ্ট্রের প্রতিষ্ঠা হলে,
হে ধরণী ডেকে নিও তুমি
আমি যাবো তলিয়ে পাতালে।
আমার কথাটি ফুরল,
রাষ্ট্রের পরাণ জুড়োল।
-------------------------------------------------
ঋণস্বীকার - কার্ল মার্ক্স এবং রবীন্দ্রনাথ ঠাকুর। এই দুজন ছাড়া কবিতায় উল্লিখিত সব চরিত্র, স্থান এবং কাল কাল্পনিক। বাস্তবের কোনও কিছুর সঙ্গে মিল থাকলে তা সম্পূর্ণ কাকতালীয় এবং অনভিপ্রেত।






Comments