বাজেট, ২০২০
- Subhadeep Ghoshal

- Feb 28, 2020
- 2 min read
Updated: Oct 20, 2022

অনেকদিন আগে,
এক হস্তরেখাবিদ,
বলেছিলেন আমার মাকে -
"লক্ষ্য করবেন দিদি,
মধ্যমা আর তর্জনী জুড়লেও
এ ছেলের হাতে থাকে
পয়সা গলে যাওয়ার ফাঁক।"
তখন থেকেই সকলেই জানে,
আমার সন্ধান সকলই অর্থহীন জ্ঞানে,
অর্থের সূক্ষ্ম হিসাবের নিগুঢ় তর্কে,
আমি রুদ্ধবাক।
বিস্ময়ে দেখি, শুনি,
পল্লবগ্রাহী সেই সব সুজনে,
কারীগরী বিদ্যা থেকে জটিল অর্থনীতি -
যাদের সাবলীল গতি।
আমার সকলই ফাঁকি,
তবু প্রভুর দয়ায়
নিজেকে নিজের মত গুছিয়ে নিয়ে,
বেঁচেবর্তে থাকি।
মলে যাই, ক্যাফেতে খাই,
পাবলিক বাসে চাপি নাই
বহুকাল হলো,
গাড়ী আছে জার্মান, পোলো।
তিন কামরার ফ্ল্যাটে থাকি,
মোটের ওপর খেলানো,
হয়ে যায় আপিসের কৃপায়
টুকটাক বিদেশ ভ্রমণও।
নরমে গরমে ভুলিয়ে রাখি
মরছে যারা খেটে,
যে কটা দিন সুখেই আছি
প্রভুর পা চেটে -
সরকারী বাজেটের,
সূক্ষ্ম হিসাবে,
খুব কি এসে যাবে ?
শুধু একটা ভয় হয়,
কোথাও কি বেড়ে যাচ্ছে ফাঁক ?
ফ্ল্যাটবাড়ি আর হোগলার ছাওয়ায়,
মেদ কমানো ডায়েট আর না খেতে পাওয়ায়,
পেঁয়াজের পড়তায় আর চাষির আত্মহত্যায়,
R.O. ফিল্টারের বিশুদ্ধ জলে আর পাড়ার টাইমকলে,
স্বচ্ছতার ভাষণে আর বাতাসের দূষণে,
আকাশ ছোঁয়া মূর্তিতে আর সাফাই কর্মীর মৃত্যুতে,
সিঙ্গল মল্টের সোনালী ঘোরে,
ডেনড্রাইট খাওয়া নষ্ট কৈশোরে,
বাতানুকূল ঝকঝকে লাখ টাকা মাইনের স্কুলে পড়া
আমার সন্তানের কেরিয়ার প্ল্যানে,
আর
আমারই ফ্ল্যাটবাড়ীর সিকিউরিটির মেয়ের
টিউশান ফিএর জোগানে -
কোথাও কি বাড়ছে ব্যবধান ?
হতে পারে বিলকুল,
এসব আমারই ভুল -
তলপেটে ছড়িয়ে থাকা ক্রনিক ব্যাথার স্মৃতি,
অনেক পরীক্ষা শেষে,
যা জেনেছি সম্প্রতি,
স্নায়ুজনিত ভ্রম মাত্র !
তেমনি ব্যাথায় জারিত পৃথিবী ও দেশের শরীর হয়তো -
ঈশ্বর ও মানুষের অনন্ত প্রয়াসে
ক্রমে হচ্ছে অবসান,
হয়তো কমছে ব্যবধান।
তাই,
সীমাহীন মহাকাশ মাঝে
ক্ষুদ্র এই গ্রহে,
আমার অকিঞ্চিৎ আঙ্গুলের ফাঁকে
অধরাই থাকে,
সূক্ষ্ম অর্থনীতি।
তবু দুরন্ত অশ্বারোহী সময়ের প্রতি
রাখি আমার প্রণতি -
আলোয় পূর্ণ হোক প্রাণ।
পথ যাই হোক না কেন বাম, মধ্য, ডান,
আগামীর চোখে থাক স্বপ্নের সন্ধান।
ফেব্রুয়ারী, ২০২০
ঋণস্বীকারঃ
১ আজ আছি কাল নেই , সুভাষ মুখোপাধ্যায়
২ মধুবংশীর গলি, জোতিরিন্দ্র মৈত্র
Image Credit – 19th Century German Ledger by RaphaelQS – Own work, CC0, https://commons.wikimedia.org/w/index.php?curid=65605464






Comments