পেলিক্যানটি
- Subhadeep Ghoshal

- Sep 18, 2021
- 1 min read
Updated: Apr 30, 2022

Le pélican by Robert Desnos
তরুণ ক্যাপ্টেন জোনাথন পূব দেশে দিয়ে পাড়ি, মাত্র একটি পেলিক্যান নিয়ে ফিরলেন বাড়ি। পেলিক্যানটি বাসায় কাটিয়ে কয়েক দিন, পাড়লো নিটোল খাসা শুভ্র একটি ডিম।
দিনকতক বাদে, ফাটিয়ে শুভ্র ডিমখানি, বেরোলো প্রথমটির মতো দ্বিতীয় একটি পেলিক্যানই। কালের নিয়মে অবশ্যই আরও কিছুকাল পরে, দু নম্বর সে পেলিক্যানও শুভ্র ডিমটি পাড়ে। বোঝাই যাচ্ছে এভাবেই চলবে অনেকদিন, ডিম থেকে হবে পেলিক্যান আর পেলিক্যান থেকে ডিম . . . . . যদি না, খুব হ্যাংলা মতন কেউ শুভ্র ডিমটি দিয়ে, সোনালী একটি অমলেট বানিয়ে, খেয়ে ফেলে।
সেপ্টেম্বর, ২০২১
সাহায্যসূত্র ও ঋণস্বীকার






Comments