দুয়ারে জন্মদিন
- Subhadeep Ghoshal

- May 19, 2024
- 1 min read

দুই কুড়ি দশ, পেরিয়ে বয়স
কাটল বছর তিন,
খরচ জমার হিসেব খাতায়
বাড়ল কিছু ঋণ।
বসেছিলাম আশায় আশায়
আসবে কোনোদিন,
ভরবে আমার শূন্য ঝোলা
আলাদীনের জিন।
আসবে বলে রাত পোহালে
অধীর হয়ে থাকি,
কলিংবেলের ঘণ্টা শুনে
দৌড়ে গিয়ে দেখি -
বারদুয়ারে হাজির আমার
বৃদ্ধ জন্মদিন,
দুঃখ খুশী, কান্না হাসির
পঞ্চাশ এবং তিন।
১৩ ফেব্রুয়ারী, ২০২৪






Comments