top of page

দেশপ্রেমী ইস্তেহার

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Jan 31, 2020
  • 1 min read

ree

মুছে ফেলে তিন সাত শূন্য ভূস্বর্গে নেমে এলো পুণ্য। বাকি পাপ‌ জমা ছিল মর্ত্যে, রায় এলো মন্দির গড়তে। উঁচু হবে মন্দির, মূর্তি, ভক্তের মনে জাগে স্ফূর্তি। জেনে গেছে অমৃত ভাষণে, দেশ বাঁচে ধর্মের শাসনে। বিভাজন রেখা খুব স্পষ্ট, আছে কিছু দেশদ্রোহী নষ্ট, পাপ মনে পড়ে ম্যানিফেস্টো। সীমান্ত পারে কত কষ্ট!

কষ্টকে ছেঁকে নিলে ধর্মে, খুঁত খোঁজে মহামতি শাসকের। বেশী জেনে ঢোকে না তো মর্মে, দোষ যদি থাকে সে তো পোষাকের। শেকড় তো মাপা যায় কাগজেই, কাগজ না থাকে তবু ক্ষতি নেই, শুধু যদি ঈশ্বরে গরমিল, দূর করে দেওয়া ছাড়া গতি নেই। তারপরে পূষ্পের বৃষ্টি, নাগরিক প্রমাণের পুণ্যে শাসকের পাবে কৃপা দৃষ্টি, দেশ ভরে যাবে ধনে ধান্যে।

জানুয়ারী, ২০২০


Image of Dal by PP Yoonus – Own work, Public Domain, https://commons.wikimedia.org/w/index.php?curid=12268987

Comments


Anchor 1
bottom of page