জন্মদিন ২০২৩
- Subhadeep Ghoshal

- Feb 13, 2023
- 1 min read

আজ সকালে ঈশ্বর এসেছিলেন
হ্যাপী বার্থডে জানাবেন বলে,
কফি খেতে খেতে
সুখ দুঃখের কথা হল,
আমি একদম যোগাযোগ রাখি না বলে
মৃদু অনুযোগও করলেন।
তারপর কথা ফুরোলে
কফিতে শেষ চুমুক দিয়ে
আসছে বছর আবার আসবেন জানিয়ে
বিদায় নিলেন।
আমিও সদ্য বাহান্ন হওয়ার
অনির্বচনীয় আনন্দে,
তল্পিতল্পা নিয়ে
বেরিয়ে পড়লাম তিপ্পান্নর রাস্তায়।
আকাশ মেঘাচ্ছন্ন,
পথেও ঝামেলা বিস্তর,
তবুও ঈশ্বর
এত করে বললেন যখন
মনে হচ্ছে,
আরও কয়েকটি ফেব্রুয়ারি
হয়তো টিকেও যেতে পারি।
সত্যি বলতে এই
ইতঃস্তত কিছু বই,
দু এক টুকরো চকোলেট,
ধূমায়িত কফির কাপ,
সোনালী চায়ের পেয়ালা,
বিস্কুটের টিন,
আর অবুঝ ভালোবাসাদের নিয়ে
বেঁচে থাকা ছাড়া -
ঈশ্বর আপনার থেকে,
কিইবা চাওয়ার আছে আর ?
১৩ই ফেব্রুয়ারী, ২০২৩






Comments