top of page

কোভিড পরিস্থিতি

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • May 2, 2021
  • 1 min read

Updated: May 3, 2022


ree

অনেকদিন পরে

শেষ হয়ে গেলো নির্বাচন,

যে যার মতো

গুছিয়ে নিয়েছে সিংহাসন,

যদিও এখনো

জমিয়ে চলছে আই পি এল,

বোকা বাক্সতে

মায়াবী খেলার বিজ্ঞাপন।


ভরা জনসভা,

ফাঁকা স্টেডিয়াম

আবশ্যিক,

একটু দূরেই শ্মশানের ছাই ওড়ে

ক্ষমতার খেলা,

বিনোদন খেলা

চলছে ঠিক,

আশেপাশে কিছু মানুষ যাচ্ছে মরে।

মে, ২০২১


Image credit

Comments


Anchor 1
bottom of page