top of page

কু-ঝিক-ঝিক

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • May 13, 2022
  • 1 min read

ree

এক যে ছিল রুকু,

তার মস্ত রেলের গাড়ি,

কু-ঝিক-ঝিক, কু-ঝিক-ঝিক

ঘুরতো সারা বাড়ি।


শহর গ্রাম পাহাড় নদী

টানেল ব্রিজ স্টেশন,

কু-ঝিক-ঝিক, কু-ঝিক-ঝিক

ব্যস্ত রুকু ভীষণ।


এত্তো বড়ো রেলগাড়ি কি

সহজ চালানো ?

মা বলতো‌ -

রুকু,

তুমি কেমন করে জানো?


পাল্টায় তো মোজার সাইজ

বদলে যায় তো বাড়ি,

কু-ঝিক-ঝিক চলতে থাকে

রুকুর রেলগাড়ি।


খেলনা গাড়ি হয় না বড়ো,

শৈশব একদিন -

বড়ো হয়ে যায়,

তুলে রেখে দেয়

মেঝের রেললাইন।


অচিন রঙিন স্বপ্নেরা আসে

যৌবন দেয় উঁকি,

বাক্সবন্দী রেলের গাড়ি

ধুলোয় মাখামাখি।


মন খারাপের সন্ধ্যে সেদিন

গলার কাছটা ভারী,

বারান্দাতে দাঁড়িয়ে রুকু

দেখে পাশের বাড়ি -


শৈশব তার খেলায় মেতে

হাতে রেলের গাড়ি,

কু-ঝিক-ঝিক, কু-ঝিক-ঝিক

চলছে সারা বাড়ি।


মে, ২০২২

সাহায্যসূত্র এবং ঋণস্বীকারঃ

  1. "Puff, the Magic Dragon" (or just "Puff"), a song written by Peter Yarrow of Peter, Paul and Mary from a poem by Leonard Lipton. https://www.youtube.com/watch?v=z15pxWUXvLY

  2. এই কবিতার মুল চরিত্র অনুরাগ ঘোষাল (ডাক নাম রুকু) বর্তমানে দ্বাদশ শ্রেনীর ছাত্র। এই লেখায় তাঁর নাম এবং সঙ্গে ছেলেবেলার প্রিয় ট্রেনের ইঞ্জিনের ছবি ব্যবহারে কিঞ্চিৎ আপত্তি থাকলেও শেষ অবধি কিম্ভূতের প্রতি অনুরাগবশত সম্মতি দিয়েছেন। প্রসঙ্গত উল্লেক্ষ্য কিম্ভূতের মুখচ্ছবিটিও ওনারই বানানো।


Comments


Anchor 1
bottom of page