top of page

এই দুনিয়ায়

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Dec 31, 2019
  • 1 min read

Updated: May 6, 2022


দাদা গো ! দেখছি ভেবে অনেক দুর -


এই দুনিয়ার সকল ভালো আজও ভালো কালও ভালো, গেরুয়া ভালো লালও ভালো গুপীও ভালো বাঘাও ভালো, নমোও ভালো রাগাও ভালো, ভোটও ভালো জোটও ভালো, বাতিল হওয়ার নোটও ভালো, উন্নয়ন আর বিকাশ ভালো, নীল সাদা ঐ আকাশ ভালো, আকাশছোঁয়া মূর্তি ভালো, বর্ষশেষের ফুর্তি ভালো, ভজন ভালো র‍্যাপও ভালো, স্পর্শকাতর অ্যাপও ভালো, গুগুল ভালো অ্যাপেল ভালো গাংগুলি অ্যার চ্যাপেল ভালো উবের ভালো ওলাও ভালো, হলুদ ট্যাক্সিওলাও ভালো, অটোও ভালো টোটোও ভালো, সেলফি স্টিকের ফটোও ভালো, স্মাইলি ভালো লাইক ভালো, সুইচ করলে হাইক ভালো, সবকিছু কম জানাও ভালো, বসের কথা মানাও ভালো, বাড়িও ভালো ফ্ল্যাটও ভালো, আড্ডা ভালো চ্যাটও ভালো, কাবাব ভালো স্টেকও ভালো, স্ট্রেস কমানোর ব্রেকও ভালো, মুরগী ভালো পাঁঠাও ভালো, ভোরের বেলা হাঁটাও ভালো, ইন্সটাগ্রামে ছবিও ভালো, ফেমাস ফেবুকবিও ভালো, শপিং মলে যাইতে ভালো, পাঁচতারাতে খাইতে ভালো, jakuzzi তে নাইতে ভালো, কিন্তু সবার চাইতে ভালো - চকোলেট আর চানাচুর।


ree

ডিসেম্বর,২০১৯

পরিশিষ্ট

আমার ব্যক্তিগত মতামত যে সুকুমার রায় পাউরুটি আর ঝোলাগুড়কে যুগ্মভাবে শ্রেষ্ঠত্বের রায় দিয়েছেন, পাউরুটি আর ঝোলাগুড় একসঙ্গে খেতে বলেন নি। আমিও সেই আঙ্গিকে চকোলেট আর চানাচুরকে যুগ্মবিজয়ী ঘোষণা করলাম। তবে একবার কেপটাউনের এক রেস্তোরাঁয় চকোলেট চিলি মার্টিনি পান করেছিলাম। দিব্যি লেগেছিল। তাই কেউ যদি চকোলেট আর চানাচুরের কোনও উপাদেয় ফিউশন আবিষ্কার করে থাকেন তা হলে সাগ্রহে পরীক্ষা করে দেখতে পারি।


Image Credit - Chocolate with Various Feelings by The original uploader was Klaus Höpfner at German Wikipedia.(Original text: Helge Höpfner) - Fotoarchiv Höpfner, CC BY-SA 3.0, Link



Comments


Anchor 1
bottom of page