অন্নদাতা
- Subhadeep Ghoshal

- May 20, 2022
- 1 min read
Updated: May 21, 2022

অর্ধেক তো মরেই ছিলে সাত চব্বিশ দাসত্বে, অন্নদাতার অশেষ দয়ায় ভরসা ছিল তা সত্ত্বেও। পেয়াদা এলো সমন নিয়ে ভাঙলো তোমার বিষম ভুল, জানলে তোমার চলন বাঁকা
অন্নদাতার চক্ষুশূল।
অল্পবিদ্যা, বাক্যবাগীশ
নেপোরা সব মারছে দই,
যো হুজুরে ভরছে গদি,
তোমার জন্য জায়গা কই ?
বারো ভূতের বেগার খেটে সময় তোমার হা পিত্যেশ, প্রাণ ভোমরা পাওয়ার আগেই নটে গাছটি নিরুদ্দেশ ? অর্ধেক তো মরেই ছিলে
এবার পুরোই মরবে কি ?
আজ্ঞাবহ দাস বাবাজী
দেখিয়ে এবার দাও দেখি -
সময় হল, এগিয়ে চলো
তেপান্তরের মাঠের পার,
খুঁজতে থাকো জীয়নকাঠি নতুন কোনো রূপকথার।
মে,২০২২
image credit : "Empty_Suite_Leadership_FEDZ_14-7" by fedzcomic is licensed under CC BY-NC 2.0.






Comments