top of page

Bot এ

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Jan 1, 2017
  • 1 min read

Updated: May 6, 2022


ree

যেটুকু এই বুদ্ধি ছিল ঘটে

অল্প বিদ্যে, অনেক খেটেখুটে

তাই দিয়ে যা জুটত দানা পেটে

সেসব নাকি চলবে না আর মোটে

সবই এবার করবে নাকি Bot এ !


Bot এর দলে কান পেতে ওই শোনে

আমার চাওয়া, তোমার পাওয়া জানে

বাইরে, ঘরে, অলীক মোটরযানে,

চালায় তোমায়, পুলক জাগে মনে

ফাগুন এবার লাগবে ড্রোনে ড্রোনে !


কাব্য লিখে নোবেল পেল রবি,

সেই ভরসায় আমিও হলাম কবি

দু-এক কোটি Like পেলে পরেই

ভেবেছিলাম রাখব আমার দাবী -


এখন দেখি তাতেও ভরাডুবি!


আর কটা দিন করলে পরেই সবুর

পদ্য লিখে নোবেল পাবে রোবু |

জানুয়ারি, ২০১৭


ঋণস্বীকার



Comments


Anchor 1
bottom of page