ভক্তি
- Subhadeep Ghoshal

- Jul 31, 2017
- 1 min read
Updated: May 6, 2022

ঐ দ্যাখো যুদ্ধ জাহাজ, বোমারু বিমান -
প্রণাম করো |
সাঁজোয়া গাড়ী, সৈন্য সারি -
প্রণাম করো |
জেনে রাখো,
মালিক যা করছেন, যা করবেন -
তোমারই ভালোর জন্য |
মনে রেখো,
ঈশ্বর, বাজার, শত্রু এবং সৈন্য
বাকি সব কিছু গৌণ |
রাষ্ট্র এবং প্রতিষ্ঠানের,
প্রিয় যত টোটেম এবং ট্যাবু
সেসব নিয়েই মুগ্ধ থেকো বাবু,
জয়ধ্বনি করবে যদি করো -
নয়তো থাকো মৌন |
জুলাই, ২০১৭
ঋণস্বীকার
Stop The Tank - Indian Express Editorial, July 25, 2017






Comments