top of page

সীমান্ত

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Jan 31, 2017
  • 1 min read

Updated: May 6, 2022


ree

কোন নদীর পাড়ে

পাথরে

বালুকনায়

তুষারশৃঙ্গে

আঁকা থাকে সীমান্তরেখা?

তুমি যদি জেনে থাকো

আমাকে জানিও।


জানিও,

কাঁটাতার না থাকলে

কিভাবে চেনা যায়

শত্রুদেশের ঘরবাড়ী ?


আমার কাছে,

সবকটি রাষ্ট্রের সৈন্যদলই চুড়ান্ত সম্মানীয়।

কেননা,

বুকে নিয়ে প্রেম ও ঘৃণা,

বাঁচাতে সীমানা,

নিহত হওয়া আর হত্যা করার –

দায় তো তাদেরই।


সেই যে পৃথিবীর নাভিমূলে

চাঁদের পাহাড়ের মহাদেশ,

সেখান থেকেই তো শুরু -

পাথরে পাথর ঠুকে,

আগুন আর অস্ত্র বানিয়ে।

সেখান থেকেই পেরিয়ে

দুর্গম গিরিকান্তারমরু,

সুজলা সুফলা ধরীত্রির

আশিরনখ হল অধিকার।


আর,

তারপর থেকেই হল

গ্রাম

শহর

জনপদ

রাষ্ট্র

রাজনীতি।

তারপর থেকেই

সীমান্তরেখা,

পরম আরাধ্য।

আর,

তারপর থেকেই

শুধু যুদ্ধ আর যুদ্ধ।


আপাতত বিরতি চলছে,

সব যুদ্ধেই যেমন থাকে।

ইতস্তত কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া।

দু একটি গর্ভস্থ শিশুও মরছে,

যেমন মরেছিল অশত্থামার অস্ত্রে,

কুরুক্ষেত্র যুদ্ধের শেষে।

মারনাস্ত্ররা আরও ক্ষুরধার হচ্ছে,

তীব্রতর ঘৃণাও,

জানিনা মানবজাতির কোনো জন্মপঞ্জিকা আছে কিনা,

তবে এটুকু নিশ্চিত,

সহস্র ব্রম্ভাস্ত্রে পৃথিবীর সব শিশুর মৃত্যু হয়ে গেলে

কাঁটাতারের প্রয়োজন ফুরোবে,

ধরীত্রির আশিরনখ জ্বালাও জুড়োবে।


ততদিন যুদ্ধ চলুক।

জানুয়ারী ২০১৭


Comments


Anchor 1
bottom of page