top of page

বাসা

  • Writer: Subhadeep Ghoshal
    Subhadeep Ghoshal
  • Jul 17, 2016
  • 1 min read

Updated: May 6, 2022


ree

কেমন আছো হে ফেলে আসা ঘর?


খুশি অভিমান অশ্রু আদর -

পুব দিগন্তে, পশ্চিম দেশে,

টুকরো জীবন স্মৃতি রেখে এসে,

আমি ও আমার প্রিয় ঘরবাড়ি,

প্রিয় রেলপথ, পাইনের সারি,

অখ্যাত কোনো শান্ত শহরে,

কখনও বিশাল ব্যস্ত নগরে,

টুকিটাকি দিয়ে গড়ে তোলা বাসা,

মেয়াদ ফুরোলে ভেঙে ফেলে আসা।


স্মৃতিরা তবুও কোলাহল করে,

সুযোগ পেলেই হাত চেপে ধরে,

ফেলে আসি তবু ভুলতে কি পারি?


ভালো থেকো সব, প্রিয় ঘরবাড়ি।

জুলাই, ২০১৬


Image Credit - New Granby Toll House, London Road, Leicester byGeorgeWard, Leicester Arts and Museums Service



Comments


Anchor 1
bottom of page