কে?
- Subhadeep Ghoshal

- Apr 13, 2022
- 1 min read
Updated: May 2, 2022

কে আমার
কলকব্জার
কলার টিউন
বদলে পুরো,
মুচকি হেসে
জানিয়ে দিল -
হচ্ছি বুড়ো?
কে আমায়
ভুলিয়ে রাখে
অনলাইনে
বাজার নেশায়?
কে আমার
খরচ জমার
হিসেব খাতায়
স্মাইলি বসায়?
কে আমার
অলস হাতে
জমা কাজের
ফর্দ ধরায় ?
কে আমায়
ভুল ঠিকানার
গোলোকধাঁধায়
ছুটিয়ে বেড়ায়?
কে আমার
ভালোবাসার
চোখের তারায়
আয়না ধরে,
কে তোমার
পরশমণির ছোঁয়ায়
জীবন,
পূণ্য করে ?
এপ্রিল, ২০২২
ঋণ স্বীকার
১ এ তুমি কেমন তুমি, কবীর সুমন
২ আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, রবীন্দ্রনাথ ঠাকুর
৩ ঈশ্বর পৃথিবী ভালোবাসা, শিবরাম চক্রবর্তী
image credit "Capitol Hill Question Mark (Washington, DC)" by takomabibelot is marked with CC0 1.0.






Comments